Tui Borsha Bikeler Dheu Lyrics ( তুই বর্ষা বিকেলের ঢেউ ) Shaan and Palak Muchhal
Tui Borsha Bikeler Dheu Lyrics ( তুই বর্ষা বিকেলের ঢেউ ) Bangla Romantic song
Song: Tui Borsha Bikeler Dheu
Film: Rocky
Director: Sujit Mondal
Starring: Mimoh and Puja Bose
Music: Jeet Gannguli
Singers: Shaan and Palak Muchhal
Lyrics: Prasen
Screenplay: N.K Salil
Presenter: Shrikant Mohta and Nispal Singh
Produced by: Shree Venkatesh Films Pvt. Ltd. and Surinder Films Pvt. Ltd. ( Surinder Films)
Tui Borsha Bikeler Dheu Lyrics In Bengali
তুই বর্ষা বিকেলের ঢেউ,
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত,
তোকে দেখতে পেয়েছি হঠাৎ (
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই,
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই।
তুই ফর্সা সকালের রেশ,
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত,
তোকে চিনতে পেরেছি হঠাৎ
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই,
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই।
এসে গেছে দিন, কতনা রঙিন
নামে তোর এ শহর দেবো লিখে সব আমার
তুই এলি তাই, মন হল ঠিক
কাছে তোর ঘুম ঘোর, নেব চেয়ে যা চওয়ার
চেনা তোর ইশারায়, ফেলেছে কি জ্বালায়,
এসেছে এ কি ঝড় অবেলায়
হা.. দিয়েছে কি হওয়া হয়েছি উড়ো খই,
রয়েছি আমাতে আমি কই।
তুই বর্ষা বিকেলের ঢেউ,
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত,
তোকে দেখতে পেয়েছি হঠাৎ
এনে দেবো চাঁদ, ভাবনা অবাধ
এলে তুই, আমি ছুঁই, এক লাফে তারাদের
এনে দেব ক্ষণ, ছাপিয়ে আপন,
জন্যে তোর, হবে ভোর, মায়া মিঠে রাতের
চেনা তোর ইশারায়, ফেলেছে কি জ্বালায়,
এসেছে এ কি ঝড় অবেলায়
দিয়েছে কি হওয়া হয়েছি উড়ো খই,
রয়েছি আমাতে আমি কই।
তুই ফর্সা সকালের রেশ,
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত,
তোকে চিনতে পেরেছি হঠাৎ
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই..
Tui Borsha Bikeler Dheu Lyrics in English
You are the waves of rainy afternoon,
you are someone close to me
You are the night in the sheets,
saw you suddenly
What happened, I became flying
Where am I in me?
What happened, I became flying
Where am I in me?
You are the ray of fair morning,
You are my sleeping country
You are the night wrapped in sheets,
I recognized you suddenly
What happened, I became flying
Where am I in me?
What happened, I became flying
Where am I in me?
The day has come, how colorful
I will write this city in your name and it is all mine
You came so, the mind is right
Sleep close to you, take whatever you want
At your beckoning acquaintance, what is burning,
Has this storm come?
Ha.. What happened to me?
Where am I in me?
You are the waves of rainy afternoon,
you are someone close to me
You are the night in the sheets,
I saw you suddenly
I will bring the moon, thoughts are free
If you come, I touch the stars in one leap
I will bring you time, overshadowing you,
For you, it will be morning, the night will be sweet
At your beckoning acquaintance, what is burning,
Has this storm come?
What happened to me?
Where am I in me?
You are the ray of fair morning,
You are my sleeping country
You are the night wrapped in sheets,
I recognized you suddenly
What happened, I became flying
Where am I in me..