Chokhe Chokhe Lyrics (চোখে চোখে ) Pijush Das
Cholo Bosa Jak Dujone :
Chokhe Chokhe Lyrics Song by Imran & Puja. Official Video Cholo Bosa Jak Dujone Bengali Romantic Song Imran & Puja bd story India 2023.
Song Title :
Chokhe Chokhe Video Song :
Song Information :
Singer: Imran & Puja
Lyrics: Pijush Das
Tune: Imran Mahmudul
Music Programming & Sound mix master. : IMRAN MAHMUDUL
Director: Team Shahrear Polock
Cast: Imran, Puja, Dighi, Zilani & Many others.
Production: Prison Films (A brother concern of PGVF)
Label: Central Music and Video [CMV]
Album: Single Released Date: 07-11-2023 Produced and Distributed by Central Music and Video [CMV].
কথা শোনা যাক
মনে মনে আর কি হবে সব লুকিয়ে
শুধু বলা যাক
কোনো ভুল করিনি তোমায় হৃদয় দিয়ে
জানি তুমি ছাড়া নেই সাহারা আর আমার
হ্যাঁ দিশেহারা হয়ে গেছি তাই আবার
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোনদিন ও ছেড়ে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোনো না
কোনদিন ও ছেড়ে যাবে না
হুম চলো না দেখে আসি
যেখানে ভালবাসি
লিখে দিলে মোছে না
সেখানে লিখে আসি
তোমাকে ঘিরে বাঁচি
কাউকে মন খোঁজে না
বলো তুমি ছাড়া কে সাহারা আর আমার
হ্যাঁ দিশেহারা হয়ে খুঁজেছি আবার
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোনদিন ও ছেড়ে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোনো না
কোনদিন ও ছেড়ে যাবো না
দুজনে পাশাপাশি এখনো বসে আছি
যেখানে আকাশ নেভে না
গোধূলি খুঁজে পেলে
তোমাকে ছুঁতে গেলে
ফিরিয়ে জানি দেবে না
আমার কথারা খোঁজে তোমাকে আবার
তুমি সাহারা হয়ে থেকে যাও আমার
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোনদিন ও ছেড়ে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোনো না
কোনদিন ও ছেড়ে যাবো না
যাবো না
যাবো না
Cholo Bosa Jak Dujone Lyrics In Bengali :
চলো বসা যাকদুজনেকোথাও মনের ঘর বানিয়ে
কথা বলা যাক
তুমি আমি এত টা ভেবেছি যা নিয়ে
কথা বলা যাক
তুমি আমি এত টা ভেবেছি যা নিয়ে
কথা শোনা যাক
মনে মনে আর কি হবে সব লুকিয়ে
শুধু বলা যাক
কোনো ভুল করিনি তোমায় হৃদয় দিয়ে
জানি তুমি ছাড়া নেই সাহারা আর আমার
হ্যাঁ দিশেহারা হয়ে গেছি তাই আবার
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোনদিন ও ছেড়ে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোনো না
কোনদিন ও ছেড়ে যাবে না
হুম চলো না দেখে আসি
যেখানে ভালবাসি
লিখে দিলে মোছে না
সেখানে লিখে আসি
তোমাকে ঘিরে বাঁচি
কাউকে মন খোঁজে না
বলো তুমি ছাড়া কে সাহারা আর আমার
হ্যাঁ দিশেহারা হয়ে খুঁজেছি আবার
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোনদিন ও ছেড়ে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোনো না
কোনদিন ও ছেড়ে যাবো না
দুজনে পাশাপাশি এখনো বসে আছি
যেখানে আকাশ নেভে না
গোধূলি খুঁজে পেলে
তোমাকে ছুঁতে গেলে
ফিরিয়ে জানি দেবে না
আমার কথারা খোঁজে তোমাকে আবার
তুমি সাহারা হয়ে থেকে যাও আমার
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোনদিন ও ছেড়ে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোনো না
কোনদিন ও ছেড়ে যাবো না
যাবো না
যাবো না
Cholo Bosa Jak Dujone Lyrics In English :
Let's sit down together
Make a mental home somewhere
let's talk
You are what I have thought so much about
Let's listen
What will happen in the mind is hidden
Let's just say
I didn't do anything wrong with your heart
I know that Sahara and I are not without you
Yes, I'm confused again
I will keep it in my eyes, don't tell you
I will draw in my heart, don't tell you
He will never leave
I'll be there for you, I won't go
I will remember you don't listen
He will never leave
Hmmm let's see
where love
Do not delete if written
Write there
live around you
No one cares
Tell me who is Sahara and me without you
Yes, I'm lost and looking for it again
I will keep it in my eyes, don't tell you
I will draw in my heart, don't tell you
He will never leave
I'll be there for you, I won't go
I will remember you don't listen
I will never leave
Both are still sitting side by side
Where the sky does not fade
If you find twilight
to touch you
Will not know back
My words find you again
You are my support
I will keep it in my eyes, don't tell you
I will draw in my heart, don't tell you
He will never leave
I'll be there for you, I won't go
I will remember you don't listen
I will never leave
I will not go
I will not go