Tomake Chai Song Lyrics (তোমাকে চাই) Tanveer Evan
Tomake Chai Lyrics :
Tomake Chai Lyrics by Tanveer Evan Bengali Romantic Song. Music Composed by Piran Khan and Drama Love Semester. Tomake Chai Cast Farhan Ahmed Jovan & Naznin Nahar Niha Bd Story. India.
Song Title :
Song Information :
Singer: Tanveer Evan Lyric,
Tune: Tanveer Evan
Music: Piran Khan
Label: CMV
Release Date: 02-05-2023
Drama: Love Semester | লাভ সেমিস্টার
Story, Screenplay & Direction: Probir Roy Chowdhury
Cast: Farhan Ahmed Jovan, Naznin Nahar Niha & many others.
DOP: Bidrohi Dipon
EDIT & Color: Rashed Rabbi
Producer: SK Shahed Ali
Produced by: Central Music and Video (CMV)
তোকে প্রথম দেখেছি,
মনের এই গভীরে
তোকে আমার করেছি।
গোধূলিরই রং আলতো ছোঁয়ায়
ছুঁয়ে দে আবার ..
একটুখানি সাজ নেমে অন্ধকারে
হাতে হাত রেখে
উড়ে বেড়াই, উড়ে বেড়াই..
আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে
তোকে চাই কাছে বারেবার,
মন দেওয়ানা করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারেবার।
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই।
দেখে লাগে জানি কেমন
বোঝাতে পারিনি আমি তখন,
মায়া ভরা চোখে চেয়ে
আমাকে করেছে শেষ,
আমিও হয়েছি পাগল।
তোকে ছাড়া আমার কাটেনা সময়
কিভাবে বোঝাই, তোকে কত করে চাই,
রাত দিন আমার, কাটে নিরালায় ভেবে
কি জাদু চোখে, কি মায়া জড়ালে
আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে
তোকে চাই কাছে বারে বার,
মন দেওয়ানা করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারেবার।
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুধু যে তোমাকে চাই..
Tomake Chai Lyrics In Bangla :
কোন এক সকালেতোকে প্রথম দেখেছি,
মনের এই গভীরে
তোকে আমার করেছি।
গোধূলিরই রং আলতো ছোঁয়ায়
ছুঁয়ে দে আবার ..
একটুখানি সাজ নেমে অন্ধকারে
হাতে হাত রেখে
উড়ে বেড়াই, উড়ে বেড়াই..
আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে
তোকে চাই কাছে বারেবার,
মন দেওয়ানা করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারেবার।
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই।
দেখে লাগে জানি কেমন
বোঝাতে পারিনি আমি তখন,
মায়া ভরা চোখে চেয়ে
আমাকে করেছে শেষ,
আমিও হয়েছি পাগল।
তোকে ছাড়া আমার কাটেনা সময়
কিভাবে বোঝাই, তোকে কত করে চাই,
রাত দিন আমার, কাটে নিরালায় ভেবে
কি জাদু চোখে, কি মায়া জড়ালে
আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে
তোকে চাই কাছে বারে বার,
মন দেওয়ানা করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারেবার।
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুধু যে তোমাকে চাই..
Tomake Chai Lyrics In English :
one morning
first saw you
Deep in the mind
i made you mine
The colors of twilight are soft
Touch again..
Dress up a little in the dark
hand in hand
Fly, fly..
Today my mind wanders
I want you close again and again,
Mind-blowing deception
Find you again and again.
want you, want you
I want you from beginning to end,
want you, want you
I want you from beginning to end.
I know how it looks
I could not understand then,
Looking with eyes full of illusion
finished me
I'm crazy too.
I don't spend time without you
How to understand, how much I want you
I spend my days and nights thinking about it
What magic is in the eyes, what illusion is involved
Today my mind is flying around
I want you close again and again,
Mind-blowing deception
Find you again and again.
want you, want you
I want you from beginning to end,
want you, want you
I just want you..
Tomake Chai Video Song :